লঙ্কান অধিনায়ক দিমুখ করুনারত্নের সেঞ্চুরি ও লাহিরু থিরিমানের হাফ সেঞ্চুরির অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ইঙ্গিত পাচ্ছে বাংলাদেশ। পাল্লেকেতে প্রথম টেস্ট ড্র হওয়ার পর সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট টসে জিতে ব্যাট করতে নেমে দুই সেশনেও বাংলাদেশ হাসতে দেয়নি দুই লঙ্কান অপেনার।
দ্বিতীয় সেশন শেষে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ১৮৮ রান। করুনারত্নে ১০৬ ও থিরিমানে ৮০ রান নিয়ে অপরাজিত আছেন।
তবে দৃশ্যপটটা অন্যরকম হতেই পারতো। প্রথম সেশনটা বাংলাদেশ নিজেদের করে নিতেই পারতো। তাসকিন-আবু জায়েদরা সেই সুযোগও এনে দিয়েছিলেন। কিন্তু ফিল্ডাররা সেটি ক্যারি করতে পারলেন না।
২১তম ওভারে তাসকিনের বলে করুনারত্নের সহজ ক্যাচ হাতছাড়া করেন স্লিপে দাঁড়িয়ে থাকা নাজমুল হোসেন শান্ত। এর আগে-পরেও সুযোগ এসেছে। সেগুলোতেও প্রত্যেকবারই দুর্ভাগ্য তাড়া করেছে মুমিনুলদের।
তবে এখন পর্যন্ত নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের লাগামটা অন্তত টেনে রাখতে পেরেছে বাংলাদেশ। দিন শেষে শ্রীলঙ্কা কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়।