ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতি ও বিধ্বস্ত স্বাস্থ্যব্যবস্থা বিবেচনা করে নিজ নাগরিকদের যত দ্রুত সম্ভব ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রন্ত একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ এর আশঙ্কাজনক সংক্রমণের ফলে ভারতে চিকিৎসা সেবা পাবার সুযোগ খুবই সীমিত। যেসব মার্কিন নাগরিক দেশে ফিরতে চাচ্ছেন তারা কমার্সিয়াল ফ্লাইট ব্যবহার করে দেশে ফিরতে পারেন। অথবা প্যারিস এবং ফ্রাংফুর্ট ট্রানজিট ব্যবহার করতে পারেন।
করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল পরিস্থিতি ভারতের। মৃত্যু আর সংক্রমণে প্রতিদিনই গড়ছে নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রন্তের সংখ্যা প্রায় ৪ লাখ আর মারা গেছেন ৩ হাজার ৫৩৫ জন।
ভারতের এই পরিস্তিতির প্রেক্ষিতে বাংলাদেশ, ব্রিটেন, ফ্রান্স, ইতালি। ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।