হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে পল্টন থানায় দায়ের করা নাশকার মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৩০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। এর আগে তাকে ৫ রিমান্ডে পাঠায় আদালত।
সূত্র জানায়, ২০১৩ সালের পল্টন থানার নাশকতা মামলায় তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেন। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আবদুল কাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৪ এপ্রিল সন্ধ্যা পৌনে ৭টায় তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা।