ভারতে করোনায় মৃতের সংখ্যা নিয়ে তথ্য গোপনের অভিযোগ উঠেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। এ ঘটনা ঘটেছে ভারতের ভোপালে। সরকারি তথ্য আর শ্মশান থেকে প্রাপ্ত তথ্যের মধ্যে বড় ধরনের পার্থক্য খুঁজে পেয়েছে।
খবরে বলা হয়, ভোপালে সরকারি তথ্য মতে, এপ্রিল মাসে সেখানে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মাত্র ১০৪ জন। কিন্তু সংবাদ মাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন তথ্য।
শ্মশানগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুধু এপ্রিলেই তারা ২ হাজার ৫৫৭ জন করোনায় মৃত ব্যক্তির মরদেহ সৎকার করেছেন। তারা আরও জানান, করোনায় আক্রান্ত হয়ে যারা মারা যান তাদের মরদেহ এয়ারটাইট ব্যাগে শ্মশানে নিয়ে আসা হয়। ফলে সেগুলো শানাক্ত করতে অসুবিধা হয় না।
এছাড়াও সেখানকার একটি করবস্থান কর্তৃপক্ষ ১৭৬ জন করোনায় মৃত ব্যক্তিকে দাফনের কথা জানিয়েছে। এদিকে সরকারের পক্ষ থেকে পুরো মাস জুড়ে কেবলমাত্র ১০৪ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। এর ফলে সরকারের দেয়া তথ্য প্রশ্নবিদ্ধ হয়েছে, সত্যতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।