শেষ সময়ে জমে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। ভোট গণনা যত এগোচ্ছে দলগুলোর প্রার্থী, কর্মী-সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা তত বাড়ছে। রাজ্যের বিভিন্ন আসনে এবারও টলিগঞ্জের তারকা প্রার্থীরা ভোটে লড়ছেন। কেউ কেউ কোনও কোনও আসনে এগিয়ে আছেন, আবার কেউ কেউ পিছিয়েও আছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বেহালা পূর্বাতে বিজেপি প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার এগিয়ে আছেন। কলকাতায় এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের সায়নী ঘোষ পিছিয়ে আছেন। তবে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
রাজ্যের কামারহাটি আসনে মদন মিত্র, কৃষ্ণনগর উত্তরে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় এগিয়ে থাকলেও পিছিয়ে আছেন তৃণমূলের কৌশানি মুখার্জি।
উত্তরপাড়ায় তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক এগিয়ে আছেন। মেদিনীপুরে এগিয়ে আছেন জুন মালিয়া।
বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় পিছিয়ে থাকলেও টালিগঞ্জে এগিয়ে আছেন আর এক মন্ত্রী অরূপ বিশ্বাস। চুঁচুড়ায় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় পিছিয়ে আছেন। বেহালায় পিছিয়ে আছেন বিজেপির শ্রাবন্তী চ্যাটার্জি। চণ্ডীপুরে তৃণমূলের সোহম এগিয়ে আছেন।