রাজধানীর মোহাম্মদপুর টাউনহল বিহারি ক্যাম্পের একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে পড়ে এক মাসের শিশু মারা গেছে। নিহত ওই শিশুটির নাম আইআচ।
রোববার (২ মে) বিকেল চারটার দিকে টাউন হলের পাশে বিহারি ক্যাম্পে এই ঘটনাটি ঘটে। এছাড়া এ ঘটনায় শিশুর মা, বাবা ও দাদি আহত হয়েছেন।
শিশু আইআচের বাবার নাম আজাদ ও মায়ের নাম শাবানা। তাদের দুই সন্তানের মাঝে ছোট ছিলো আইআচ।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি তার মা-বাবার সঙ্গে ওই বিহারি ক্যাম্পের টিনের ঘরে থাকে। ঘটনার সময় শিশুটি ঘুমিয়ে ছিল। ওই টিনের ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে দেওয়াল ভেঙে, টিনের চালে পড়ে। টিনের চাল ভেদ করে আঘাতে ঘটনাস্থলেই ঐ শিশুটি মারা যায়।
আইনি প্রক্রিয়া শেষে শিশু আইআচের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।