বায়তুল মোকাররম এলাকায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
রিমান্ড শেষে হাবিবীকে রবিবার (২ মে) ঢাকা মহানগর হাকিম আদারতে হাজির করে ডিবি পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
আমা, পক্ষে জয়নুল আবেদীন মেসবাহসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে হাবিবীকে কারাগারে আটক রাখার আদেশ দেন ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী।
গত বুধবার বিকেলে রাজধানীর ডেমরা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের জোনাল টিমের সদস্যরা। পরে তাকে বাতয়তুল মোকাররমের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মোদী বিরোধী আন্দোলনের নামে সহিংসতা নাশতার মামলায় গ্রেফতার দেখানো হয়।
পরের দিন তাকে আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ডে পেতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড আদেশ মঞ্জুর করেন।