শফী হত্যা মামলার বাদির নিরাপত্তা চেয়ে জিডি শফী হত্যা মামলার বাদির নিরাপত্তা চেয়ে জিডি – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

শফী হত্যা মামলার বাদির নিরাপত্তা চেয়ে জিডি

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ৩ মে, ২০২১
  • ২২৪ পাঠক

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হেফাজতের প্রয়াত আমির শাহ আহমদ শফী হত্যা মামলার বাদী মোহাম্মদ মঈন উদ্দিন।

রবিবার (০২ মে) বিকেলে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় তিনি এ জিডি দায়ের করেন। তবে জিডিতে তিনি কারও নাম উল্লেখ করেননি।

পুলিশ সূত্রে জানা যায়, জিডিতে মঈন উদ্দিন উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে তার বাসার আশপাশে নতুন মুখ দেখা যাচ্ছে। এছাড়া তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে হুমকি দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া  বলেন, শফী হত্যা মামলার বাদী মাঈন উদ্দিন নামে এক ব্যক্তি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

শাহ আমহদ শফীকে হত্যার অভিযোগে মঈন উদ্দিন গত বছরের ১৭ ডিসেম্বর চট্টগ্রামের একটি আদালতে মামলা করেন। তিনি আহমেদ শফির শ্যালক। তার দায়ের করা মামলায় ৩৬ জনকে আসামি করা হয়, যার সিংহভাগই হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির নেতা। মামলাটির তদন্ত শেষে ১২ এপ্রিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ৪৩ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেয়।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD