তীব্র দাবদাহ শেষে প্রকৃতি শীতল হয়েছে দু-তিন আগে। তার প্রভাব ছিল ঢাকাতেও। তবে গতকাল কোনো ঝড়বৃষ্টি হয়নি রাজধানী শহরে বরং একটু তাপমাত্রা বেড়েছিল।
অবশ্য আজ বৃহস্পতিবার (৬ মে) ভোর ৬টার দিকে হালকা বৃষ্টি হয়েছে। ভোরের এই বৃষ্টি যেন তাপমাত্রা বেড়ে যাওয়ার আতঙ্ক থেকে কিছুটা রেহাই দিল ঢাকাবাসীকে।
এদিকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।