ঢাকা ০২:৫৪ এএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ ফের ২০ হাজার পার, মৃত ১৩৫

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৪:২৪:৩৩ এএম, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১ ২৮৯ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩৫ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে রাজ্যটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭২৮ জন।

এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২০ হাজার ৩৭৭ জন। এটিও একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। রাজ্যটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৫৩ হাজার ১১৭ জন।

বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ হাজার ৩৭৭ জনের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় চার হাজার ৯১ জন, কলকাতায় তিন হাজার ৯৮৯ জন, হাওড়ায় এক হাজার ২৫৬ জন, হুগলিতে এক হাজার ২০৩ জন, দক্ষিণ ২৪ পরগনায় এক হাজার ১৪৯ জন এবং নদিয়ায় এক হাজার ১৭১ জন রয়েছেন।

এছাড়া ৯০০-রও বেশি আক্রান্ত পশ্চিম মেদিনীপুরে ৯৪৩ জন, বীরভূমে ৯২৮ জন এবং পশ্চিম বর্ধমান জেলায় ৯১২ জন। পূর্ব মেদিনীপুরে ৮৩৩ জন, দার্জিলিংয়ে ৭৪৫ জন, মুর্শিদাবাদে ৫২৭ জন, পূর্ব বর্ধমানে ৪৭০ জন, বাঁকুড়ায় ৩৬৭ জন, মালদহে ২৭৪ জন ও পুরুলিয়ায় ২৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত ১৩৫ জনের মধ্যে কলকাতাতেই প্রাণ হারিয়েছেন ৪৪ জন। এছাড়া উত্তর ২৪ পরগনায় ২৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১১ জন, জলপাইগুড়িতে ১০ জন, কালিম্পংয়ে ৮ জন, হাওড়ায় ৭ জন, হুগলিতে ৫ জন, পুরুলিয়ায় ৫ জন রয়েছেন।

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক লাখ ১১ হাজার ১৪৭ জনকে টিকা দেয়া হয়েছে। এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে এক কোটি ২১ লাখ ৪৬ হাজার ৪৮৭ জনের। সেই সঙ্গে নমুনা পরীক্ষা হয়েছে ৬৯ হাজার ৮৭৪টি। দৈনিক সংক্রমণের হার ২৮.৮২ শতাংশ।

রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী রয়েছেন এক লাখ ২৮ হাজার ৬৮৪ জন। ইতোমধ্যেই সুস্থ হয়েছেন ৯ লাখ ১১ হাজার ৭০৫ জন। সংক্রমিতের সংখ্যা প্রতি দিন বাড়তে থাকায় তার মোট হার বেড়ে হয়েছে ৯.৪৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ ফের ২০ হাজার পার, মৃত ১৩৫

প্রকাশকাল ০৪:২৪:৩৩ এএম, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩৫ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে রাজ্যটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭২৮ জন।

এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২০ হাজার ৩৭৭ জন। এটিও একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। রাজ্যটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৫৩ হাজার ১১৭ জন।

বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ হাজার ৩৭৭ জনের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় চার হাজার ৯১ জন, কলকাতায় তিন হাজার ৯৮৯ জন, হাওড়ায় এক হাজার ২৫৬ জন, হুগলিতে এক হাজার ২০৩ জন, দক্ষিণ ২৪ পরগনায় এক হাজার ১৪৯ জন এবং নদিয়ায় এক হাজার ১৭১ জন রয়েছেন।

এছাড়া ৯০০-রও বেশি আক্রান্ত পশ্চিম মেদিনীপুরে ৯৪৩ জন, বীরভূমে ৯২৮ জন এবং পশ্চিম বর্ধমান জেলায় ৯১২ জন। পূর্ব মেদিনীপুরে ৮৩৩ জন, দার্জিলিংয়ে ৭৪৫ জন, মুর্শিদাবাদে ৫২৭ জন, পূর্ব বর্ধমানে ৪৭০ জন, বাঁকুড়ায় ৩৬৭ জন, মালদহে ২৭৪ জন ও পুরুলিয়ায় ২৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত ১৩৫ জনের মধ্যে কলকাতাতেই প্রাণ হারিয়েছেন ৪৪ জন। এছাড়া উত্তর ২৪ পরগনায় ২৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১১ জন, জলপাইগুড়িতে ১০ জন, কালিম্পংয়ে ৮ জন, হাওড়ায় ৭ জন, হুগলিতে ৫ জন, পুরুলিয়ায় ৫ জন রয়েছেন।

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক লাখ ১১ হাজার ১৪৭ জনকে টিকা দেয়া হয়েছে। এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে এক কোটি ২১ লাখ ৪৬ হাজার ৪৮৭ জনের। সেই সঙ্গে নমুনা পরীক্ষা হয়েছে ৬৯ হাজার ৮৭৪টি। দৈনিক সংক্রমণের হার ২৮.৮২ শতাংশ।

রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী রয়েছেন এক লাখ ২৮ হাজার ৬৮৪ জন। ইতোমধ্যেই সুস্থ হয়েছেন ৯ লাখ ১১ হাজার ৭০৫ জন। সংক্রমিতের সংখ্যা প্রতি দিন বাড়তে থাকায় তার মোট হার বেড়ে হয়েছে ৯.৪৩ শতাংশ।