বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

আসামি ধরতে গিয়ে ৪ পুলিশ আহত
সবুজবাংলা টিভি
প্রকাশ শুক্রবার, ১৪ মে, ২০২১

নরসিংদীর রায়পুরায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মে) উপজেলার চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- রায়পুরা থানার উপ পরিদর্শক নাসির (৪৫), নায়েব বাবুল আলী (২৯), কনস্টেবল শফিকুল ইসলাম (৪০) ও শহিদুল ইসলাম (৩৫)।

আহত পুলিশ সদস্যদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপারিশ মোহাম্মদ রাসেল শেখ।

তিনি জানান, গ্রেফতারি পরোয়ানভুক্ত আসামি ধরতে গিয়ে দায়িত্ব হিসেবে নিলক্ষা এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সয় গ্রেফতার এড়াতে স্থানীয় কিছু উশৃঙ্খল মানুষ দায়িত্বরত পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের চারজন সদস্য আহত হন। হামলায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চালানো হচ্ছে।

এই পাতার আরো খবর