বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

দেড় ঘণ্টার বৃষ্টিতে ‘পানিবন্দি ঈদ’
সবুজবাংলা টিভি
প্রকাশ শনিবার, ১৫ মে, ২০২১

বন্দরনগরী চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এই ভারি বর্ষণেই নগরীর নিম্নাঞ্চল তলিয়ে যায়।

শুক্রবার (১৪ মে) সকাল ১০টা থেকে নগরীতে বৃষ্টি শুরু হয়। বিরামহীনভাবে প্রবল বৃষ্টি চলে প্রায় দেড় ঘণ্টা।

তাতেই চট্টগ্রামের চকবাজার, প্রবর্তক মোড়, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, বহদ্দারহাট, দুই নম্বর গেইট, খাতুনগঞ্জসহ অধিকাংশ নিম্নাঞ্চলের সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি ঢুকে যায় এসব এলাকার নিচতলার বাসাবাড়ি ও দোকানপাটে।

দুপুর নাগাদ পানি কমতে শুরু করেছে। জলাবদ্ধতার কারণে পানি মাড়িয়ে অতিরিক্ত রিকশা ভাড়া দিয়ে ঈদের দিন চলাচল করতে হচ্ছে নগরবাসীকে। আবার সড়কে পানি জমে যাওয়ায় অনেকে পানিবন্দি ঈদ কাটাচ্ছেন।

শুক্রবার সন্ধ্যায় এবং মধ্যরাতেও আবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল।

এই পাতার আরো খবর