ঢাকা ০২:২৪ এএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তোরেসের হ্যাটট্রিকে ম্যান সিটির জয়

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০১:৪০:৩৩ এএম, রবিবার, ১৬ মে ২০২১ ২৮৩ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির জয়রথ ছুটছেই। এবার ফেরান তোরেসের হ্যাটট্রিকে নিউক্যাসেল ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে ম্যান সিটি।

প্রথমার্ধে নিউক্যাসেলের ঘরের মাঠে ম্যান সিটির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ২-২ গোলের সমতা নিয়ে প্রথমার্ধ শেষ হয়। বিরতির পর স্বাগতিকরা লিডও নিয়েছিল। কিন্তু তাদের এগিয়ে যাওয়ার পথে জল ঢেলে দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন তোরেস।

এদিন নিউক্যাসেলের ঘরের মাঠে এমিল ক্রাফতের গোলে ২৫ মিনিটে লিড নেয় নিউক্যাসেল। ৩৯ মিনিটের মাথায় জোয়াও কানসালো গোল করে সমতায় ফেরান সিটিকে। ৪২ মিনিটে তোরেসের প্রথম গোলে লিড নেয় সিটি। কিন্তু যোগ করা সময়ে (৪৫+৬) নিউক্যাসেলের জোলিনটন পেনাল্টি থেকে ম্যাচে ফেরে ম্যান সিটি।

দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে নিউক্যাসেলের জোসেফ উইলক আবারও দলকে এগিয়ে দেন। এরপর ৬৪ ও ৬৬ মিনিটে দর্শনীয় দুই গোলে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে স্কাই ব্লুজদের জয়ও নিশ্চিত করেন তোরেস।

এ জয়ে ইংলিশ লিগ জয়ের পথে ১৩ পয়েন্ট এগিয়ে গেল পেপ গার্দিওলার দল। ৩৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৮৩ পয়েন্ট। আর ম্যানইউ ৭০।

আগামী ৩০ মে পর্তুগালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসির মুখোমুখি হবে ম্যানসিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তোরেসের হ্যাটট্রিকে ম্যান সিটির জয়

প্রকাশকাল ০১:৪০:৩৩ এএম, রবিবার, ১৬ মে ২০২১

পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির জয়রথ ছুটছেই। এবার ফেরান তোরেসের হ্যাটট্রিকে নিউক্যাসেল ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে ম্যান সিটি।

প্রথমার্ধে নিউক্যাসেলের ঘরের মাঠে ম্যান সিটির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ২-২ গোলের সমতা নিয়ে প্রথমার্ধ শেষ হয়। বিরতির পর স্বাগতিকরা লিডও নিয়েছিল। কিন্তু তাদের এগিয়ে যাওয়ার পথে জল ঢেলে দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন তোরেস।

এদিন নিউক্যাসেলের ঘরের মাঠে এমিল ক্রাফতের গোলে ২৫ মিনিটে লিড নেয় নিউক্যাসেল। ৩৯ মিনিটের মাথায় জোয়াও কানসালো গোল করে সমতায় ফেরান সিটিকে। ৪২ মিনিটে তোরেসের প্রথম গোলে লিড নেয় সিটি। কিন্তু যোগ করা সময়ে (৪৫+৬) নিউক্যাসেলের জোলিনটন পেনাল্টি থেকে ম্যাচে ফেরে ম্যান সিটি।

দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে নিউক্যাসেলের জোসেফ উইলক আবারও দলকে এগিয়ে দেন। এরপর ৬৪ ও ৬৬ মিনিটে দর্শনীয় দুই গোলে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে স্কাই ব্লুজদের জয়ও নিশ্চিত করেন তোরেস।

এ জয়ে ইংলিশ লিগ জয়ের পথে ১৩ পয়েন্ট এগিয়ে গেল পেপ গার্দিওলার দল। ৩৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৮৩ পয়েন্ট। আর ম্যানইউ ৭০।

আগামী ৩০ মে পর্তুগালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসির মুখোমুখি হবে ম্যানসিটি।