দেশব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। যদিও মহামারি করোনার কারণে মানুষের আনন্দে অনেকটাই ভাটা পড়েছে।
তবুও ঘরে বসেই যে যার মতো চেষ্টা করছেন উৎসবের আমেজ ধরে রাখার। অন্যদের মতো শোবিজ তারকারাও ঈদ উদযাপন করছেন পরিবারের সঙ্গে। কেউ ঢাকায় অথবা কেউ নিজ গ্রামে ছুটে গেছেন ঈদের আনন্দ ভাগ করে নিতে। ফেসবুকে ঈদের দিনের ছবি শেয়ার করে তারকারা ভক্তদের ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন।
ছবিতে দেখে নেওয়া যাক এবারের ‘লকডাউন’-এর মধ্যে তারকাদের ঈদ-
১. মেয়ে ও ছেলের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন অভিনেতা ডিপজল

২. ঈদের দিন দুই মেয়ের সঙ্গে চলচ্চিত্রের জনপ্রিয় জুটি নাইম-শাবনাজ

৩. পরিবারের সঙ্গে অভিনেত্রী ভাবনা

৪. শিশুদের নিয়ে ঈদের আনন্দে মেতে উঠেছেন আরিফিন শুভ

৫. ঈদের নামাজ শেষে ক্যামেরাবন্দি দুই গায়ক বন্ধু ইমরান ও মিলন

৬. ঈদের দিন মায়ের সঙ্গে জোভান

৭. ঈদের সাঁজে তারকা দম্পতি টয়া ও শাওন
