বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

স্ত্রীর সঙ্গে কলহের জেরে তরুণের আত্মহত্যা
সবুজবাংলা টিভি
প্রকাশ শনিবার, ২২ মে, ২০২১

বগুড়ার আদমদীঘি উপজেলায় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে এক তরুণ আত্মহত্যা করেছে। ওই তরুণের নাম সুমন প্রামাণিক (২৬)।

শুক্রবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন।

আত্মহননকারী সুমন উপজেলার তালশন গ্রামের টুকু প্রামাণিকের ছেলে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শুক্রবার দুপুরে স্ত্রী রোজীনা বেগমের সঙ্গে মনোমালিন্য হয় দুই সন্তানের জনক সুমনের। এর জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে প্রথমে তাকে দুপুরে আদমদীঘি হাসপাতাল ও পরে নওগাঁ সদর হাসপাতালে নেয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন স্বজনরা। কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়।

এই পাতার আরো খবর