বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশকে ৫ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া
সবুজবাংলা টিভি
প্রকাশ রবিবার, ২৩ মে, ২০২১
Bangladesh and Australia flag together realtions textile cloth fabric texture

করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জামাদি কেনার জন্য বাংলাদেশকে পাঁচ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। রেড ক্রিসেন্টের মাধ্যমে সহায়তার এই অর্থ, অক্সিজেন, অক্সিজেন সংক্রান্ত সরঞ্জাম ক্রয় ও বিতরণ কাজে ব্যবহৃত হবে।

শনিবার (২২ মে) ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে করোনা মোকাবিলায় অস্ট্রেলিয়া রেড ক্রিসেন্টকে অতিরিক্ত পাঁচ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্যা রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) মাধ্যমে এই তহবিল সরবরাহ করবে অস্ট্রেলিয়া।

এই পাতার আরো খবর