ঢাকা ০৩:৪৫ এএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তৃতীয় বিয়ে করছেন বরিস জনসন, দিনক্ষণ চূড়ান্ত

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০১:৪৭:২৪ পিএম, মঙ্গলবার, ২৫ মে ২০২১ ২৭৬ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগদত্তা ক্যারি সিমন্ডকে আগামী বছরের জুলাইয়ে বিয়ে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

৩০ জুলাই ২০২২ তারিখের দাওয়াত দিয়ে পরিবার ও বন্ধুমহলকে এই যুগল বিয়ের কার্ড পাঠিয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে জানানো হয়েছে।

তাদের বিয়ে ঠিক কোথায় হবে সেটি আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়নি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে জনসন ও সিমন্ডসের বাগদান হয়।

৫৬ বছর বয়সী জনসন ও ৩৩ বছর বয়সী সিমন্ডস তাদের এক ছেলে উইলফ্রেড লরি নিকোলাস জনসনকে নিয়ে ১০ ডাউনিং স্ট্রিটে বসবাস করেন। গেল বছর তাদের ঘরে এই পুত্র সন্তানের জন্ম হয়।

এর আগে মেরিনা উইলারকে বিয়ে করেছিলেন জনসন। তাদের ঘরে ৪ সন্তান রয়েছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে জনসন-মেরিনার ২৫ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে।

মেরিনাকে বিয়ে করার আগে আরও একটি বিয়ে করেছিলেন জনসন। সেদিক থেকে সিমন্ডস হতে যাচ্ছেন জনসনের তৃতীয় স্ত্রী। যদিও সিমন্ডসের এটিই হবে প্রথম বিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তৃতীয় বিয়ে করছেন বরিস জনসন, দিনক্ষণ চূড়ান্ত

প্রকাশকাল ০১:৪৭:২৪ পিএম, মঙ্গলবার, ২৫ মে ২০২১

বাগদত্তা ক্যারি সিমন্ডকে আগামী বছরের জুলাইয়ে বিয়ে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

৩০ জুলাই ২০২২ তারিখের দাওয়াত দিয়ে পরিবার ও বন্ধুমহলকে এই যুগল বিয়ের কার্ড পাঠিয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে জানানো হয়েছে।

তাদের বিয়ে ঠিক কোথায় হবে সেটি আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়নি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে জনসন ও সিমন্ডসের বাগদান হয়।

৫৬ বছর বয়সী জনসন ও ৩৩ বছর বয়সী সিমন্ডস তাদের এক ছেলে উইলফ্রেড লরি নিকোলাস জনসনকে নিয়ে ১০ ডাউনিং স্ট্রিটে বসবাস করেন। গেল বছর তাদের ঘরে এই পুত্র সন্তানের জন্ম হয়।

এর আগে মেরিনা উইলারকে বিয়ে করেছিলেন জনসন। তাদের ঘরে ৪ সন্তান রয়েছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে জনসন-মেরিনার ২৫ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে।

মেরিনাকে বিয়ে করার আগে আরও একটি বিয়ে করেছিলেন জনসন। সেদিক থেকে সিমন্ডস হতে যাচ্ছেন জনসনের তৃতীয় স্ত্রী। যদিও সিমন্ডসের এটিই হবে প্রথম বিয়ে।