বাংলা একাডেমির মহাপরিচালকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০২:৪৩:৫৭ এএম, মঙ্গলবার, ২৫ মে ২০২১ ৩২৭ পাঠক
বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৫ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন।
একুশে পদকপ্রাপ্ত এ কবি ও লেখকের মৃত্যুতে শেখ হাসিনা বলেন, হাবীবুল্লাহ সিরাজী কবিতা ও কর্মে মুক্তিযুদ্ধ এবং প্রগতিশীলতাকে তুলে ধরেছেন যা পাঠকমহলে স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, সোমবার (২৪ মে) রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ এক মাস চিকিৎসাধীন ছিলেন তিনি।














