নারায়ণগঞ্জে ৭ জুয়ারি আটক
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০২:০০:৪৭ পিএম, শুক্রবার, ২৮ মে ২০২১ ২৪৮ পাঠক
নারায়ণগঞ্জের বন্দরে জুয়ার সরঞ্জামাদিসহ ৭ জুয়ারিকে আটক করেছে র্যাব। শুক্রবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর সিনিয়র এএসপি প্রণব কুমার রায় এ তথ্য জানান।
এর আগে ভোরে কামতাল এলাকার জুয়ার আস্তানা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. রাজীব আলী (৩৫), আ. মতিন (৪৫), মো. তারাব হোসেন (৩৬), মো. রবিউল্লাহ (৫০), আ. বারেক (৪৮), মো. জাহাঙ্গীর হোসেন (৪০) ও আমিন হামজা (৫৮)
র্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো।
আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

















