গৌরী ছেড়ে যেতে চাইলে কী করবেন শাহরুখ?
- প্রকাশকাল ০৩:১৫:২৬ এএম, রবিবার, ৩০ মে ২০২১ ২৫১ পাঠক
‘বলিউড কিং’ শাহরুখ খান। আর তার কুইন গৌরী। ভালোবেসে বিয়ে করেছেন তারা। সেই বন্ধন এখনো অটুট রয়েছে। বলিউডের সবচেয়ে আলোচিত দম্পতির মধ্যে একটি তারা।
শাহরুখ-গৌরী বিয়ে করেছেন ১৯৯১ সালে। দাম্পত্য জীবনের দীর্ঘ তিন দশকে তাদের তিন সন্তান। কিন্তু হঠাৎ গৌরী যদি ছেড়ে যেতে চান তাহলে কী করবেন শাহরুখ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রোমান্স কিং’ হিসেবে পরিচিত এই অভিনেতার একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। এতে প্রশ্নটির উত্তর দিয়েছেন শাহরুখ। মজা করে তিনি বলেন, ‘যদিও তার এমনটা করা উচিত নয়। তবে যদি এমন হয়, তাহলে প্রথমে পোশাক ছিঁড়ে রাস্তায় দাঁড়িয়ে যাবো। এরপর সম্ভবত গান শুরু করব, গোরি গোরি ও বাঙ্কি ছোড়ি। আমি নিশ্চিত এরপর সে ফিরে আসবে।’
দুই বছরেরও বেশি সময় বিরতিতে থাকার পর সম্প্রতি ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেছেন শাহরুখ। যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটিতে শাহরুখ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ।
















