ঢাকা ০৩:২৩ এএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে সেনাচৌকিতে হামলায় ৪ সেনা নিহত

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ১২:৪৮:০৮ পিএম, মঙ্গলবার, ১ জুন ২০২১ ২৮৫ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে পৃথক দুটি সন্ত্রাসী হামলায় আধা সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও ৮ সদস্য আহত হয়েছেন। পাল্টা গুলিতে অন্তত ৫ সন্ত্রাসী নিহত ও ৮ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১ জুন) টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, গতকাল সোমবার প্রথমে সন্ত্রাসীরা কোয়েটার একটি সেনাচৌকি ও পরে তুরবতে সেনা ও রসদ বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।

দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীরা প্রথমে পীর ইসমাইল জিয়ারত এলাকার কাছে একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এসময় আধাসামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে চার-পাঁচ মিনিট গুলি বিনিময় হয়। এতে অন্তত ৫ সন্ত্রাসী নিহত হয়, আহত হয় অন্তত ৮ জন। বিপরীতে আধা সামরিক বাহিনীর ৪ সদস্যও মারা যান। আহত হন অন্তত ৬ জন।

একই সময়ে সন্ত্রাসীরা তুরবত এলাকায় সেনা ও রসদ বহনকারী একটি গাড়িতে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি বিস্ফরণ ঘটায়। এ ঘটনায় ২ সেনা আহত হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতর-আইএসপিআর জানিয়েছে, এখনও কোনও গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।

আইএসপিআর এক বিবৃতিতে আরও জানায়, সন্ত্রাসীরা এর আগে গত ৯ মে সেনাবাহিনীর ওপর দু’বার হামলা চালিয়েছিল। তাতে ৩ সেনা নিহত ও ৫ সেনা আহত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাকিস্তানে সেনাচৌকিতে হামলায় ৪ সেনা নিহত

প্রকাশকাল ১২:৪৮:০৮ পিএম, মঙ্গলবার, ১ জুন ২০২১

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে পৃথক দুটি সন্ত্রাসী হামলায় আধা সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও ৮ সদস্য আহত হয়েছেন। পাল্টা গুলিতে অন্তত ৫ সন্ত্রাসী নিহত ও ৮ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১ জুন) টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, গতকাল সোমবার প্রথমে সন্ত্রাসীরা কোয়েটার একটি সেনাচৌকি ও পরে তুরবতে সেনা ও রসদ বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।

দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীরা প্রথমে পীর ইসমাইল জিয়ারত এলাকার কাছে একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এসময় আধাসামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে চার-পাঁচ মিনিট গুলি বিনিময় হয়। এতে অন্তত ৫ সন্ত্রাসী নিহত হয়, আহত হয় অন্তত ৮ জন। বিপরীতে আধা সামরিক বাহিনীর ৪ সদস্যও মারা যান। আহত হন অন্তত ৬ জন।

একই সময়ে সন্ত্রাসীরা তুরবত এলাকায় সেনা ও রসদ বহনকারী একটি গাড়িতে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি বিস্ফরণ ঘটায়। এ ঘটনায় ২ সেনা আহত হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতর-আইএসপিআর জানিয়েছে, এখনও কোনও গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।

আইএসপিআর এক বিবৃতিতে আরও জানায়, সন্ত্রাসীরা এর আগে গত ৯ মে সেনাবাহিনীর ওপর দু’বার হামলা চালিয়েছিল। তাতে ৩ সেনা নিহত ও ৫ সেনা আহত হয়েছিল।