রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
সবুজবাংলা টিঠি ডটকম-
- আপডেট সময় : ০২:৩৭:২৯ এএম, মঙ্গলবার, ১ জুন ২০২১ ২৪১ পাঠক
মঙ্গলবার (১ জুন) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজধানীর পূর্ব রামপুরাসহ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে।
সোমবার (৩১ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিজ্ঞপ্তির মাধম্যে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব রামপুরা বায়তুল মামুর মসজিদ গলি এলাকায় গ্যাস সংকট দূর করতে ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য মঙ্গলবার (১ জুন) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকবে।
এ সময় পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকা ও বউবাজারে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও পার্শ্ববর্তী এলাকায় আবাসিক, শিল্প ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাসের চাপ কম থাকতে পারে।















