শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘সম্ভাব্য বিপজ্জনক’ গ্রহাণু
সবুজবাংলা টিভি
প্রকাশ মঙ্গলবার, ১ জুন, ২০২১

আজ ১ পৃথিবীর খুব কাছ দিয়ে ছুটে যাবে ২০২১কেটি-১ নামের একটি গ্রহাণু। যার আকার আইফেল টাওয়ারের মতো।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, গ্রহাণুটির ব্যস ৪৯২ ফুট থেকে ১০৮২ ফুটের মধ্যে।

মহাকাশে প্রায় ২৬ হাজার গ্রহাণুর ওপর নজরদারি চালায় নাসা। সে তালিকায় এটি ‘সম্ভাব্য বিপজ্জনক’ গ্রহাণুগুলোর একটি।

পৃথিবীর গা ঘেঁষে যাওয়ার সময় গ্রহাণুটির গতি হবে ঘণ্টায় ৬৪ হাজার ৩৭৪ কিলোমিটার। তবে ধাতু-পাথকের এ খণ্ডটি থেকে পৃথিবীর কোনও বিপদের আশঙ্কা নেই।

সূর্যকে উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে গ্রহাণুটি যখন আমাদের সবচেয়ে কাছে আসবে, পৃথিবী থেকে তখন তার দূরত্ব হবে ৪৫ লক্ষ কিলোমিটার।

৪৬ লক্ষ কিলোমিটারের মধ্যে আসা যেকোনও মহাজাগতিক বস্তুকেই পৃথিবীর পক্ষে ‘সম্ভাব্য বিপজ্জনক’ বলে ধরা হয়।

এই পাতার আরো খবর