শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না
সবুজবাংলা টিভি
প্রকাশ বুধবার, ২ জুন, ২০২১

রাজধানীর পুরো রামপুরা ও বউবাজারসহ আশপাশের এলাকায় আগামী বৃহস্পতিবার (৩ জুন) নয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

মঙ্গলবার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানায়। ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য সৃষ্ট সাময়িক অসুবিধার কারণে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব রামপুরার বায়তুল মামুর জামে মসজিদ গলি এলাকায় গ্যাস পাইপলাইনে ট্রায়াল শাটডাউন কাজের জন্য আগামী বৃহস্পতিবার সকালে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা টাই ইন কাজের জন্য পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকা, রামপুরা হাইস্কুল এলাকা, বউবাজার, আল মামুর জামে মসজিদ এলাকাসহ এর আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

এই পাতার আরো খবর