শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

রাজশাহীতে বাড়ল লডকাউনের বিধি-নিষেধ
সবুজবাংলা টিভি
প্রকাশ বুধবার, ২ জুন, ২০২১

সরকারের চলমান লকডাউনে রাজশাহীতে বাড়ানো হয়েছে বিধি-নিষেধ। বুধবার (২ জুন) সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত দোকান-পাট ও শপিংমল বন্ধসহ ১০টি শর্ত যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেন রাজশাহী জেলা প্রশাসন। সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জেলা প্রশাসক আব্দুল জলিল।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত সব ধরনের দোকান-পাট ও বিপণী বিতান বন্ধ, সন্ধ্যা ৭টার পর জরুরি প্রয়োজন ছাড়া লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা, সকল সভা-সমাবেশ নিষিদ্ধ ও সকল বিনোদন কেন্দ্র বন্ধ।

তবে জরুরি সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আম ও অন্যান্য কাঁচা মাল পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়াও সরকারি নির্দেশনা অনুযায়ী গণপরিবহন চলবে বলে জানান জেলা প্রশাসক।

এই পাতার আরো খবর