ঢাকা ০৩:৩৪ এএম, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা নিষেধাজ্ঞা বেলারুশের

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০১:৪৫:৪৪ পিএম, শুক্রবার, ৪ জুন ২০২১ ২৪৮ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক ও প্রশাসনিক লোকদের সরিয়ে নেয়াসহ দেশটির আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডি’র সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে বেলারুশ।
স্থানীয় সময় বৃহস্পতিবার বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাংবাদিক ও আন্দোলনকর্মী রোমান প্রোতাসেভিচের আটকের পর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার জেরে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

রোমান প্রোতাসেভিচকে আটকের ঘটনায় গেল ২৫ মে থেকে বেলারুশের ওপর নিষেধাজ্ঞা জারি রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনাকে ‘জঘন্য’ বলে বর্ণনা করেছেন। একইসঙ্গে সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে দ্রুত মুক্তি দেয়ারও দাবি জানিয়েছেন তিনি ।

এমন পরিস্থিতিতে প্রতিষোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বেলারুশ সরকার।

যুক্তরাষ্ট্র ছাড়াও বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ রেখেছে ইউরোপের বেশিরভাগ দেশ।

সম্প্রতি ব্রাসেলসে এক বৈঠকে ইউউর ২৭টি সদস্য দেশের নেতারা ইইউর এয়ারলাইন্সগুলোকে বেলারুশের আকাশ বর্জনের ঘোষণা দেন। একইসঙ্গে বেলারুশের ওপর অন্যান্য অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আলোপ করে ইইউ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা নিষেধাজ্ঞা বেলারুশের

প্রকাশকাল ০১:৪৫:৪৪ পিএম, শুক্রবার, ৪ জুন ২০২১

যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক ও প্রশাসনিক লোকদের সরিয়ে নেয়াসহ দেশটির আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডি’র সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে বেলারুশ।
স্থানীয় সময় বৃহস্পতিবার বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাংবাদিক ও আন্দোলনকর্মী রোমান প্রোতাসেভিচের আটকের পর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার জেরে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

রোমান প্রোতাসেভিচকে আটকের ঘটনায় গেল ২৫ মে থেকে বেলারুশের ওপর নিষেধাজ্ঞা জারি রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনাকে ‘জঘন্য’ বলে বর্ণনা করেছেন। একইসঙ্গে সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে দ্রুত মুক্তি দেয়ারও দাবি জানিয়েছেন তিনি ।

এমন পরিস্থিতিতে প্রতিষোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বেলারুশ সরকার।

যুক্তরাষ্ট্র ছাড়াও বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ রেখেছে ইউরোপের বেশিরভাগ দেশ।

সম্প্রতি ব্রাসেলসে এক বৈঠকে ইউউর ২৭টি সদস্য দেশের নেতারা ইইউর এয়ারলাইন্সগুলোকে বেলারুশের আকাশ বর্জনের ঘোষণা দেন। একইসঙ্গে বেলারুশের ওপর অন্যান্য অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আলোপ করে ইইউ।