সুখবর দিলেন মাহিয়া মাহি
- প্রকাশকাল ০১:৫৬:১০ পিএম, শুক্রবার, ৪ জুন ২০২১ ২৭২ পাঠক
বিবাহবিচ্ছেদ নিয়ে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ঢাকাই নায়িকা মাহিয়া মাহি। তবে এরইমধ্যে কাজে ফিরেছেন তিনি। জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘আর্তনাদ’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী।
ছবিটিতে মাহিয়া মাহির বিপরীতে থাকছেন চিত্রনায়ক সাইমন সাদিক। গেল ফেব্রুয়ারিতেই সাইমন চুক্তিবদ্ধ হয়েছিলেন। এবার চূড়ান্ত হলো মাহির নাম।
এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ ৮ বছর পর জাকির হোসেন রাজুর ছবিতে দেখা যাবে সাইমনকে। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হন মাহি। ছবির দুদিনের শুট হবে ঢাকায়। বাকি অংশের কাজ হবে গ্রামে আর বর্ষাকালে। চলতি মাসের শেষ দিকে শুটিং শুরু হবে।
সবশেষ ‘নবাব এলএলবি’ চবিতে শাকিব খানের নায়িকা হিসেবে কাজ করেন মাহিয়া মাহি। গেল ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে ছবিটি মুক্তি পায়।
















