রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০২:৫৫:২৮ এএম, রবিবার, ৬ জুন ২০২১ ২২১ পাঠক
রাজধানীর বিভিন্ন এলাকায় আজ রবিবার (৬ জুন) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস থাকবে না। শনিবার (৫ জুন) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া, সায়েদাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিকনগর, অতীশ দীপঙ্কর রোড, আর কে মিশন রোড, গোপীবাগ, উত্তর যাত্রাবাড়ী ও ধলপুর গ্যাস থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রবিবার পদ্মা রেল সংযোগ লাইনের টিটিপাড়া থেকে গোলাপবাগ পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে। এজন্য দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চার ঘণ্টা ওই এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময়ে সরবরাহ বন্ধ থাকায় পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস।















