লকডাউন বাড়ছে কিনা সিদ্ধান্ত আজ
- আপডেট সময় : ০২:৩৩:৪৭ এএম, রবিবার, ৬ জুন ২০২১ ১৯৭ পাঠক
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে চলমান লকডাউনের সময়সীমা আবারো বাড়ানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে আজ রবিবার (৬ জুন)।
এর আগে, মন্ত্রিপরিষদ বিভাগে থেকে জারি করা সরকারি এক প্রজ্ঞাপনে, ৩০ মে মধ্যরাত থেকে ৬ জুন মধ্যরাত পর্যন্ত সব ধরণের বিধিনিষেধ জারি থাকার মেয়াদ বাড়ায়। অর্থাৎ, রবিবার মধ্যরাতেই শেষ হচ্ছে চলমান লকডাউনের মেয়াদ। এর পরে তা আবারও বাড়ানো হবে কিনা সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয় নি।
তবে সংশ্লিষ্টরা বলছে, দুই সপ্তাহ ধরে সংক্রমণের হার অনুযায়ী জেলাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এরইমধ্যে দেশের কয়েকটি জেলায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, সারা দেশে লকডাউন নাও হতে পারে। আপাতত পরিস্থিতি বিবেচনায় নিয়ে জেলাভিত্তিক লকডাউনের সিদ্ধান্তেই অটল থাকতে পারে সরকার। তবে এটি নির্ভর করছে করোনাবিষয়ক জাতীয় কমিটির সুপারিশ এবং মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের ওপর। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে আজ।
করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে লকডাউন ঘোষণা করে সরকার। সে শিথিল লকডাউন ছিল অনেকটাই অকার্যকর। পরে ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়। পরে লকডাউনের মেয়াদ পাঁচ দফায় বাড়ানো হয়। এরপর ২৩ মে বিধিনিষেধের মেয়াদ ২৪ থেকে ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ ৩০ মে বিধিনিষেধের মেয়াদ ৬ জুন পর্যন্ত বাড়ানো হয় লকডাউনের সময়সীমা।














