সাভারে আওয়ামী লীগ নেতার বাড়িতে গুলি
- প্রকাশকাল ০২:৪৯:১৪ এএম, রবিবার, ৬ জুন ২০২১ ২৪২ পাঠক
ঢাকার সাভারের বিরুলিয়ায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৫ জুন) রাত ১১টার দিকে বিরুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে।
আব্দুল কাদের জানান, গত শুক্রবার তাকে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী রাস্তা আটকিয়ে হুমকি-ধামকি দেয়। বিষয়টি নিয়ে সেদিনই থানায় একটি অভিযোগ করেন তিনি। আজ রাতে তিনি যখন ঘুমাতে যান তখন অতর্কিতভাবে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে তার বাড়ির জানালার কাচঁ ভেঙে যায়। পরে আশাপাশের লোকজন জানতে পারলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
তিনি বলেন, যারা হামলা করেছে তাদেরকে আমি সরাসরি দেখেছি। তারা হচ্ছে জাবেদ, মোজাম দেওয়ান ও মো. মনির হোসেনসহ আরও দুই তিনজন সঙ্গে ছিল তাদেরকে দেখতে পাইনি।
এ বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ত বলেন, খরব পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। আমরা তার বাড়িতে গিয়ে গুলির করার ঘটনার কিছু চিত্র পেয়েছি। বাড়ির জানালার কাঁচ ছিদ্র দেখেছি। সব জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।















