ঢাকা ০১:৫৬ এএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নাট্যকার সাবিলা, নির্মাতা জোভান!

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:৪৫:৫৪ পিএম, মঙ্গলবার, ৮ জুন ২০২১ ২৮৮ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটকে মজার সব চরিত্র নিয়ে হাজির হন অভিনয় শিল্পীরা। আর এই চরিত্রগুলোর পেছনের কারিগর হলেন নাট্যকার ও নির্মাতা।

এবার এ দুটি ভূমিকায় যথাক্রমে হাজির হবেন সাবিলা নূর ও ফারহান আহমেদ জোভান। নাটকের নাম ‘দ্য ডিরেক্টর’।

মুনতাহা বৃত্তার রচনায় এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে এর শুটিং।

জোভান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত সপ্তাহে নাটকটির কাজ করলাম। একেবারে বাস্তবধর্মী গল্প। শুটিং সেটে যা হয়, এগুলোই উঠে আসবে। এতে প্রেম-ভালোবাসা বলতে কিছু নেই। নাটকে একজন ডিরেক্টরের জীবনের গল্প দেখানো হবে। থাকবে তার প্রতিভা, চিন্তা ও সীমাবদ্ধতাও। তেমনই পাণ্ডুলিপিকারের ভূমিকায় থাকবেন সাবিলা।’

জোভান-সাবিলা নূর ছাড়াও এতে অভিনয় করেছেন শাহেদ আলী, জিলানী, হানিফ পালোয়ান, শাহরিয়ার শুভ প্রমুখ। নাটকটির চিত্রগ্রহণে ছিলেন কামরুল ইসলাম শুভ। সহযোগী নির্মাতা মজুমদার শিমুল।

‘দ্য ডিরেক্টর’ ঈদুল আজহা উপলক্ষে তৈরি হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাট্যকার সাবিলা, নির্মাতা জোভান!

প্রকাশকাল ০৩:৪৫:৫৪ পিএম, মঙ্গলবার, ৮ জুন ২০২১

নাটকে মজার সব চরিত্র নিয়ে হাজির হন অভিনয় শিল্পীরা। আর এই চরিত্রগুলোর পেছনের কারিগর হলেন নাট্যকার ও নির্মাতা।

এবার এ দুটি ভূমিকায় যথাক্রমে হাজির হবেন সাবিলা নূর ও ফারহান আহমেদ জোভান। নাটকের নাম ‘দ্য ডিরেক্টর’।

মুনতাহা বৃত্তার রচনায় এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে এর শুটিং।

জোভান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত সপ্তাহে নাটকটির কাজ করলাম। একেবারে বাস্তবধর্মী গল্প। শুটিং সেটে যা হয়, এগুলোই উঠে আসবে। এতে প্রেম-ভালোবাসা বলতে কিছু নেই। নাটকে একজন ডিরেক্টরের জীবনের গল্প দেখানো হবে। থাকবে তার প্রতিভা, চিন্তা ও সীমাবদ্ধতাও। তেমনই পাণ্ডুলিপিকারের ভূমিকায় থাকবেন সাবিলা।’

জোভান-সাবিলা নূর ছাড়াও এতে অভিনয় করেছেন শাহেদ আলী, জিলানী, হানিফ পালোয়ান, শাহরিয়ার শুভ প্রমুখ। নাটকটির চিত্রগ্রহণে ছিলেন কামরুল ইসলাম শুভ। সহযোগী নির্মাতা মজুমদার শিমুল।

‘দ্য ডিরেক্টর’ ঈদুল আজহা উপলক্ষে তৈরি হলো।