কুমিল্লায় হিমাগার ধসে ৭০ হাজার মণ আলু নষ্ট
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৩:০৫:১৩ এএম, বুধবার, ৯ জুন ২০২১ ২৯০ পাঠক
কুমিল্লার বুড়িচংয়ে ৫০ বছরের পুরোনো পাঁচ তলাবিশিষ্ট একটি আলুর কোল্ড স্টোরেজ (হিমাগার) পাশে থাকা গরুর ফার্মের ওপর ধসে পড়েছে।
এতে মানুষ হতাহতের কোনো ঘটনা না ঘটেলেও আটটি গরু মারা গেছে এবং ৭০ হাজার মণ আলুর ক্ষতি হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংলগ্ন এলাকায় উপজেলার কাবিলা বাজারে মোকাম কোল্ড স্টোরেজ লিমিটেডের ভবনটি ধসের ঘটনা ঘটে।
খবর পেয়ে কুমিল্লা ও চান্দিনা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়।
স্থানীয়রা জানান, উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের কাবিলা বাজারে অবস্থিত মোকাম কোল্ড স্টোরেজ লি.। চারতলা ভবনটি ৫০ বছরের পুরাতন। সকাল ৬টার দিকে ধসে পড়ে সেটি। এতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে কোল্ড স্টোরেজটিতে সংরক্ষিত ৭০ হাজার মণ আলুর ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও পাশে একটি গরুর খামার ছিল।
কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, কুমিল্লা সদর ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। কোল্ড স্টোরেজের পাশে একটি গরুর ফার্ম রয়েছে। আমরা ফার্মের গরুগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে এনেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

















