ঢাকা ০৪:১৭ এএম, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আমার ফোনটি এখনও পাওয়া গেল না: পরিকল্পনামন্ত্রী

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:৩৭:৫৪ এএম, বুধবার, ৯ জুন ২০২১ ৩৯২ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ছিনতাই হওয়ার ১০ দিনেও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে পরিকল্পনামন্ত্রী আশা করছেন, আইনশৃঙ্খলা বাহিনী শিগগিরই তার মোবাইল ফোনের ছিনতাকারীকে ধরতে পারবে।

আজ মঙ্গলবার একনেক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, আমার ফোনটি এখনও পাওয়া গেল না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে, ছিনতাইকারীকে এরই মধ্যে চিহ্নিত করা গেছে।
গত ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণির রাস্তায় গাড়িতে বসা অবস্থায় মোবাইল ফোন খোয়ান পরিকল্পনামন্ত্রী। ছিনতাইকারী গাড়ির খোলা জানালা দিয়ে মন্ত্রীর হাত থেকে তার আইফোন ছোঁ মেরে নিয়ে উধাও হয়।
মন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা পিছু নিয়েও ছিনতাইকারীকে ধরতে পারেননি।
মোবাইল ফোন উদ্ধারের কতটুকু এগোলো- এমন প্রশ্নে মন্ত্রী মান্নান বলেন, তার (ছিনতাইকারী) নাম ঠিকানা লোকেট করার কথা আমাকে (আইনশৃঙ্খলা বাহিনী) জানিয়েছে। কিন্তু সে গা-ঢাকা দিয়ে আছে। তাকে ধরার প্রক্রিয়া চলছে। শিগগিরই ধরতে পারবে বলে আশা করছি।
গত শুক্রবার ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার আ স ম মাহতাব উদ্দিন মন্ত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মাদকাসক্ত এক যুবককে চিহ্নিত করার কথা বলেছিলেন।
তাকে ধরার চেষ্টা চলছে বলেও জানিয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমার ফোনটি এখনও পাওয়া গেল না: পরিকল্পনামন্ত্রী

প্রকাশকাল ০২:৩৭:৫৪ এএম, বুধবার, ৯ জুন ২০২১
ছিনতাই হওয়ার ১০ দিনেও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে পরিকল্পনামন্ত্রী আশা করছেন, আইনশৃঙ্খলা বাহিনী শিগগিরই তার মোবাইল ফোনের ছিনতাকারীকে ধরতে পারবে।

আজ মঙ্গলবার একনেক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, আমার ফোনটি এখনও পাওয়া গেল না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে, ছিনতাইকারীকে এরই মধ্যে চিহ্নিত করা গেছে।
গত ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণির রাস্তায় গাড়িতে বসা অবস্থায় মোবাইল ফোন খোয়ান পরিকল্পনামন্ত্রী। ছিনতাইকারী গাড়ির খোলা জানালা দিয়ে মন্ত্রীর হাত থেকে তার আইফোন ছোঁ মেরে নিয়ে উধাও হয়।
মন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা পিছু নিয়েও ছিনতাইকারীকে ধরতে পারেননি।
মোবাইল ফোন উদ্ধারের কতটুকু এগোলো- এমন প্রশ্নে মন্ত্রী মান্নান বলেন, তার (ছিনতাইকারী) নাম ঠিকানা লোকেট করার কথা আমাকে (আইনশৃঙ্খলা বাহিনী) জানিয়েছে। কিন্তু সে গা-ঢাকা দিয়ে আছে। তাকে ধরার প্রক্রিয়া চলছে। শিগগিরই ধরতে পারবে বলে আশা করছি।
গত শুক্রবার ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার আ স ম মাহতাব উদ্দিন মন্ত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মাদকাসক্ত এক যুবককে চিহ্নিত করার কথা বলেছিলেন।
তাকে ধরার চেষ্টা চলছে বলেও জানিয়েছিলেন তিনি।