সেপ্টেম্বরেই মা হচ্ছেন নুসরাত
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ১০:৪৪:১৩ এএম, রবিবার, ২০ জুন ২০২১ ২৬৪ পাঠক
বেশ কিছুদিন ধরেই শিরোনামে নুসরাত জাহান। মা হতে চলেছেন তিনি। সেপ্টেম্বরেই সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী-সাংসদ। অনেকদিন ধরে জল্পনার পর অবশেষে শিলমোহর পড়েছে তাতে। এবার নিজেই বেবি বাম্পের ছবি শেয়ার করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখলেন, ‘উদারতা সব বদলে দেয়’।
নুসরাতের মাতৃত্বের খবর প্রকাশ্যে আসা মাত্রই তাকে নিয়ে অজস্র মিম তৈরি হয়। নেটনাগরিকদের মন্তব্য, ট্রোলিংয়ের শিকার প্রায় রোজই হচ্ছেন অভিনেতা-সাংসদ। নুসরাতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে রোজই হাজারো প্রশ্নের মুখোমুখি হচ্ছেন নায়িকা। তার সঙ্গে তার স্বামী বা সহবাস-সঙ্গী নিখিল জৈনের সম্পর্কের দূরত্ব আর অভিনেতা যশের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে রোজই অজস্র প্রশ্নের মুখে পড়তে হচ্ছে নুসরাতকে।
প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে সম্প্রতি রোজই চর্চায় রয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। নুসরাত এবিষয়ে অবশ্যে ‘স্পিকটি নট’। তবে প্রায় রোজই ইনস্টাগ্রাম স্টোরি কিংবা কোনও না কোনো পোস্টের মাধ্যমে নিজের বিভিন্ন ভাবনা প্রকাশ করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। যা চর্চায় উঠে আসছে।
প্রসঙ্গত, ২০১৯-র ১৯ জুন, তুরস্কে ঘটা করে নিখিল জৈন-এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী নুসরত জাহান। প্রথমদিকে নুসরাত-নিখিলের সুখী দাম্পত্যের ছবি নজরে এলেও বিয়ের দেড় বছরের মাথাতেই সেই সংসার ভেঙেছে। নিখিল অবশ্য জানিয়ে দিয়েছেন তিনি নুসরাতের সন্তানের বাবা নন।



















