মগবাজারে বাসা থেকে স্বাস্থ্য কর্মকর্তার লাশ উদ্ধার
রাজধানীর মগবাজারে নিজ বাসা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা. মো. জিহানুল আলিম (৫৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে মগবাজার পেয়ারাবাগ রেলগেট, ৫৮১ বাসার চতুর্থ তলায় ঘটনাটি ঘটে।
স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্ত্যবরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষার পর বিকেল পৌনে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আবদুল খান।
তিনি বলেন, মৃতের গলায় ফাঁস লাগানোর মতো অর্ধচন্দ্র কালো দাগ রয়েছে। মৃত ব্যক্তি স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা। তার স্ত্রী ডিজি হেল্থে কর্মরত।
তবে মৃতের সাথে আসা স্বজনরা কিছুই বলেন নি। স্ত্রী ফারহানার কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে না চাইলেও এক পর্যায়ে স্টোক করছে বলে জানান।
বিষয়টি হাতিরঝিল থানাকে জানানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা মো. আবদুল খান।
নিহত চিকিৎসক ১০ মাস ওএসডিতে ছিলেন বলেও জানা গেছে।
ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন বলেন, আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। এবং তার গলায় কালো দাগ রয়েছে। তাই আমরা ময়নাতদন্তের কথা বলেছি।