ঢাকা ০৩:৩৩ এএম, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের পাশে দাঁড়িলেন তাহসান

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:৩১:০১ পিএম, সোমবার, ২১ জুন ২০২১ ২৪৮ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। বাংলাদেশে সংস্থাটি কাজ শুরু হয় ১৯৭১ সালে শরণার্থীদের বাংলাদেশিদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে স্বাধীন বাংলাদেশে ফিরিয়ে আনার মাধ্যমে। চলমান রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা প্রদানের মাধ্যমে সংস্থাটির বাংলাদেশের কার্যক্রম এখনও বিদ্যমান।

সম্প্রতি এই সংস্থার শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। গতকাল (২০ জুন) ছিলো বিশ্ব শরণার্থী দিবস। দিবসটি উপলক্ষে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে গিয়েছিলেন সংগীতশিল্পী তাহসান খান।
পাশাপাশি তিনি কক্সবাজার সদর হাসপাতালে ইউএনএইচসিআরের সহায়তায় আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্র) রোগীদের জন্য নির্মিত একটি ল্যাবরেটরি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে তাহসান বলেছেন, এই আইসিইউটি কক্সবাজারের প্রথম। যা এক বছর আগে তৈরি হয়েছিলো। শুধু এই এক বছরেই এটি অনেকের জীবন বাঁচিয়েছে। আজকের এই ল্যাবরেটরি সেবা যোগ করার মাধ্যমে আরো অনেক রোহিঙ্গা এবং স্থানীয় জনগণের জীবন রক্ষাকারী চিকিৎসা নিশ্চিত করা যাবে। এটি একটি দারুণ উদাহরণ।
জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার জানিয়েছেন, রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশ সারাবিশ্বের কাছে ইতিবাচক দৃষ্টান্ত হয়েছে। বাংলাদেশ রোহিঙ্গাদের প্রায় ৪ বছর ধরে শুধু আশ্রয়ই দেয়নি, এর সাথে জাতীয় কোভিড-১৯ কার্যক্রম ও টিকাদান কর্মসূচিতেও তাদের যুক্ত করা হয়েছে।
এদিকে, রোহিঙ্গাদের স্বাস্থ্য অবস্থা ছাড়াও তাহসান তাদের সংস্কৃতি ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে কথা বলেন।
শিল্পী জানিয়েছেন, সেখানে চলচ্চিত্র ও সংগীত নিয়ে কাজ করছে একঝাঁক তরুণ। রোহিঙ্গাদের জন্য তৈরি হয়েছে ‘ওমর’স ফিল্ম স্কুল’। সেখানে তারা গান, মিউজিক, ফটোগ্রাফি, ফিল্মের মাধ্যমে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রোহিঙ্গাদের পাশে দাঁড়িলেন তাহসান

প্রকাশকাল ০৩:৩১:০১ পিএম, সোমবার, ২১ জুন ২০২১
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। বাংলাদেশে সংস্থাটি কাজ শুরু হয় ১৯৭১ সালে শরণার্থীদের বাংলাদেশিদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে স্বাধীন বাংলাদেশে ফিরিয়ে আনার মাধ্যমে। চলমান রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা প্রদানের মাধ্যমে সংস্থাটির বাংলাদেশের কার্যক্রম এখনও বিদ্যমান।

সম্প্রতি এই সংস্থার শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। গতকাল (২০ জুন) ছিলো বিশ্ব শরণার্থী দিবস। দিবসটি উপলক্ষে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে গিয়েছিলেন সংগীতশিল্পী তাহসান খান।
পাশাপাশি তিনি কক্সবাজার সদর হাসপাতালে ইউএনএইচসিআরের সহায়তায় আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্র) রোগীদের জন্য নির্মিত একটি ল্যাবরেটরি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে তাহসান বলেছেন, এই আইসিইউটি কক্সবাজারের প্রথম। যা এক বছর আগে তৈরি হয়েছিলো। শুধু এই এক বছরেই এটি অনেকের জীবন বাঁচিয়েছে। আজকের এই ল্যাবরেটরি সেবা যোগ করার মাধ্যমে আরো অনেক রোহিঙ্গা এবং স্থানীয় জনগণের জীবন রক্ষাকারী চিকিৎসা নিশ্চিত করা যাবে। এটি একটি দারুণ উদাহরণ।
জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার জানিয়েছেন, রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশ সারাবিশ্বের কাছে ইতিবাচক দৃষ্টান্ত হয়েছে। বাংলাদেশ রোহিঙ্গাদের প্রায় ৪ বছর ধরে শুধু আশ্রয়ই দেয়নি, এর সাথে জাতীয় কোভিড-১৯ কার্যক্রম ও টিকাদান কর্মসূচিতেও তাদের যুক্ত করা হয়েছে।
এদিকে, রোহিঙ্গাদের স্বাস্থ্য অবস্থা ছাড়াও তাহসান তাদের সংস্কৃতি ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে কথা বলেন।
শিল্পী জানিয়েছেন, সেখানে চলচ্চিত্র ও সংগীত নিয়ে কাজ করছে একঝাঁক তরুণ। রোহিঙ্গাদের জন্য তৈরি হয়েছে ‘ওমর’স ফিল্ম স্কুল’। সেখানে তারা গান, মিউজিক, ফটোগ্রাফি, ফিল্মের মাধ্যমে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছে।