ঢাকা ০২:০০ এএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় পশুরহাট অনলাইনে করার তাগিদ আইসিটি প্রতিমন্ত্রীর

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:২৫:৫৫ এএম, শুক্রবার, ২৫ জুন ২০২১ ২৯৮ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনা সংক্রমণ ঠেকাতে আসন্ন কোরবানির হাটকে ডিজিটাল করতে হবে। প্রয়োজনে অনলাইনে গবাদি পশু বিক্রির ব্যবস্থা করতে হবে। এতে করে করোনার ঝুঁকি ও সংক্রমণ কমবে।

বুধবার (২৩ জুন) সিংড়া উপজেলা পরিষদের আয়োজনে ৩০ জন কৃষককে কৃষি প্রণোদনা, ২০টি ফুট পাম্প বিতরণ ও ৮৫টি প্রতিষ্ঠানে সরকারি অনুদানের ৮৬ লাখ ৫৬ হাজার টাকার চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেছেন। অনুষ্ঠানে সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, আমরা সততা, জবাবদিহিতা ও স্বচ্ছতার সাথে কাজ করছি। সরকারের অনুদান যাতে যথাযথভাবে বণ্টন হয় সে বিষয়ে আমরা সজাগ আছি। কোনো ধরনের অনিয়মকে আমরা প্রশ্রয় দিবো না।
প্রতিমন্ত্রী আরো বলেন, বিগত দিনে এমপিরা এলাকায় অবস্থান করতেন না। দীর্ঘ ৩৭ বছর চলন বিলের কেনো উন্নয়ন হয়নি। ২০০৮ সালে নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করে এলাকার মানুষের উন্নয়ন করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। মসজিদ, মাদ্রাসাসহ ৩৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন হয়েছে। চলন বিলের আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করেছি। শতভাগ বিদ্যুতের আলোয় আলোকিত করেছি চলন বিলকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. এসএম খুরশিদ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনায় পশুরহাট অনলাইনে করার তাগিদ আইসিটি প্রতিমন্ত্রীর

প্রকাশকাল ০৩:২৫:৫৫ এএম, শুক্রবার, ২৫ জুন ২০২১
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনা সংক্রমণ ঠেকাতে আসন্ন কোরবানির হাটকে ডিজিটাল করতে হবে। প্রয়োজনে অনলাইনে গবাদি পশু বিক্রির ব্যবস্থা করতে হবে। এতে করে করোনার ঝুঁকি ও সংক্রমণ কমবে।

বুধবার (২৩ জুন) সিংড়া উপজেলা পরিষদের আয়োজনে ৩০ জন কৃষককে কৃষি প্রণোদনা, ২০টি ফুট পাম্প বিতরণ ও ৮৫টি প্রতিষ্ঠানে সরকারি অনুদানের ৮৬ লাখ ৫৬ হাজার টাকার চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেছেন। অনুষ্ঠানে সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, আমরা সততা, জবাবদিহিতা ও স্বচ্ছতার সাথে কাজ করছি। সরকারের অনুদান যাতে যথাযথভাবে বণ্টন হয় সে বিষয়ে আমরা সজাগ আছি। কোনো ধরনের অনিয়মকে আমরা প্রশ্রয় দিবো না।
প্রতিমন্ত্রী আরো বলেন, বিগত দিনে এমপিরা এলাকায় অবস্থান করতেন না। দীর্ঘ ৩৭ বছর চলন বিলের কেনো উন্নয়ন হয়নি। ২০০৮ সালে নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করে এলাকার মানুষের উন্নয়ন করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। মসজিদ, মাদ্রাসাসহ ৩৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন হয়েছে। চলন বিলের আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করেছি। শতভাগ বিদ্যুতের আলোয় আলোকিত করেছি চলন বিলকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. এসএম খুরশিদ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।