জামালপুরে কার্টুনে নবজাতকের মরদেহ উদ্ধার
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০২:৫৬:২৪ এএম, শুক্রবার, ২৫ জুন ২০২১ ২৪১ পাঠক
জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে কার্টুনে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের চত্বর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার হয়।
পুলিশ সুত্র জানায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে নবজাতকের মরদেহ স্থানীয় লোকজন দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান জানান, বুধবার রাতে কে বা কারা কার্টুনের ভেতর নবজাতকের মরদেহ জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্তরে ফেলে রেখে যায়।
খবর পেয়ে দুপুর ১টার দিকে নবজাতকের লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশটিকে মর্গে পাঠানো হয়েছে।

















