সিরাজগঞ্জের তাড়াশে পিআরডিপি-৩ প্রকল্পের মাধ্যেমে ইটের সলিং রাস্তা কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নলুয়াকান্দি গ্রামে ইটের সলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল।
মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ইটের সলিং রাস্তা কাজের প্রায় এক লাখ টাকা ব্যয়ে নলুয়াকান্দি গ্রামের পাকা রাস্তা থেকে মসজিদ পর্যন্ত ইটের সলিং কাজ করা হচ্ছে। এতে পিআরডিপি-৩ প্রকল্পের ৭০ ভাগ অর্থায়ন ও গ্রামবাসীর ৩০ ভাগ অর্থায়নে কাজ করা হচ্ছে।