গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় ঝুটে গুদামে পুড়ে গেছে অন্তত ২০টি ঝুটের গুদাম । পুড়ের গেছে বিপুল ঝুটের মালামাল ।
ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রোববার সকাল ৭টার দিকে স্থানীয় সোহেল তাজের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পাশের মিজান শেখ, গিয়াসউদ্দিন, করিম, শাহ আলম, এনামুলের ঝুটের গুদামসহ আরও অন্তত ২০ ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে । পুড়ের যায় গুদামে রাখা সুতা , কাপড়সহ বিপুল পরিমাণ ঝুটের মালামাল ।
খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে পুরাপুরি নেভাতে একটু সময় লাগবে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।