রাজধানীর ভাটারা থানার শেওড়া লিচু বাগান এলাকায় একটি নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত মো. নাসির (২২) কুড়িগ্রাম জেলার অলিপুর থানার চর দুর্গাপুর গ্রামের সলিমউদ্দিনের ছেলে। বর্তমানে শেওড়া লিচুবাগান নির্মাণাধীন ভবনে থাকতেন।
হাসপাতালে নিয়ে আসেন নির্মাণাধীন ভবনের কন্টাকটার মো. মাসুদ জানান, নাসির পেশায় রাজমিস্ত্রির সহকারী। সকালে নির্মাণাধীন ভবনের তিন তালায় সাটারিং খোলার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বারিধারা জেনারেল হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে দুপুর ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।