বাজেট নিয়ে পরিকল্পনামন্ত্রীর বক্তব্য আমারও বোধগম্য নয়: অর্থমন্ত্রী বাজেট নিয়ে পরিকল্পনামন্ত্রীর বক্তব্য আমারও বোধগম্য নয়: অর্থমন্ত্রী – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

বাজেট নিয়ে পরিকল্পনামন্ত্রীর বক্তব্য আমারও বোধগম্য নয়: অর্থমন্ত্রী

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১৭৫ পাঠক
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট পলিশ করার বিষয়ে পরিকল্পনামন্ত্রীর দেওয়া বক্তব্য আপনাদের মতো আমারও বোধগম্য নয়।

শনিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে কথা বললে জানা যাবে যে তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন। নতুন বাজেট প্রণয়নের সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাবগুলোও গ্রহণ করা হয়েছে।
ভ্যাকসিন নিয়ে আমিও কনসার্ন।
অর্থমন্ত্রী বলেন, আপনাদের মতো ভ্যাকসিন পাওয়া নিয়ে আমিও কনসার্ন। তবে, শিগগিরই ইতিবাচক সমাধান হবে বলে আশা করছি।
প্রণোদনার সময় বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
অর্থমন্ত্রী বলেন, প্রণোদনার সময় বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। যখন সিদ্ধান্ত হবে আপনারা জানবেন। জুন ৩০ তারিখ পর্যন্ত সময় আছে। এর মধ্যে দেখা যাক আমরা কী করতে পারি।
একটা উদ্দেশ্য নিয়ে এই প্যাকেজ দেওয়া হয়েছিল জানিয়ে তিনি আরও বলেন, সেই সময়টি নিশ্চয় চলে যাবে। তাদের জন্য কী করা যায়, সেটা মাননীয় প্রধানমন্ত্রী চিন্তাভাবনা করবেন।
মন্ত্রী বলেন, গভর্নর মহোদয়ের সঙ্গে আমি এটা নিয়ে কথা বলেছি। সবাই এটা নিয়ে কাজ করছেন। দেখা যাক কী করা যায়, শেষ পর্যন্ত।
তিনি বলেন, আগামী সোমবার থেকে সরকার সারাদেশে সর্বাত্মক লকডাউন দিতে যাচ্ছে। এ সময় গরিবদের জন্য বিশেষ কোনও কর্মসূচি নেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী নিজে দেখাশোনা করেন। তিনি নিশ্চয়ই বিশেষ যে কোনও ব্যবস্থা নেবেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD