সিরাজগঞ্জের শাহজাদপুরে এক স্কুলছাত্রকে মোবাইল কিনে না দেয়ায় বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে।
রোববার দুপুর ১২টার দিকে সোহাগ হাসান (১২) নামের এই স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সোহাগ হোসেন উপজেলা কাশিপুর গ্রামের রেজাউল করিমের ছেলে এবং জামিরতা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
শাহাজাদপুর থানার ওসি তদন্ত আব্দুল মজিদ পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, সোহাগ বেশ কিছুদিন ধরে বাবার কাছে একটি স্মার্ট মোবাইল ফোন দাবি করে আসছিলো। কিন্তু তার বাবা-মা আরও কিছুদিন পর মোবাইল কিনে দেয়ার কথা বলেন। এ কারণে শনিবার (২৬ জুন) রাত থেকে বাবা-মার ওপর অভিমান করে থাকে সোহাগ। এক পর্যায়ে রোববার ভোরে নিজ ঘরের ধর্ণার সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছিলো। পরে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।