মগবাজার আউটার সার্কুলার রোডের ৩ তলা ভবনের বিস্ফোরণের কারণ জানতে পুলিশ-র্যাবের সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্ত শুরু করেছে।
তবে রোববার (২৭ জুন) রাত পর্যন্ত কোনো দায়িত্বশীল কর্মকর্তা বিস্ফোরণের কারণ জানাতে পারেননি।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, তদন্তপূর্বক বিস্ফোরণের কারণ বলতে পারবো। তবে আপাতত মনে হচ্ছে কোনো কিছু বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটতে পারে।
এদিকে আগুনের কারণ তদন্তে পুলিশ, র্যাব এর পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সিআইডি, এনএসআই, এসবি এবং বোমা বিশেষজ্ঞ দল তদন্ত শুরু করেছে।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের চারদিকে কর্ডন দিয়ে তারা ধ্বংসস্তূপের নিচ থেকে আলামত সংগ্রহ করছেন।
রোববার (২৭ জুন) রাত ৮টার পর পর ভয়াবহ বিস্ফোরণে প্রাথমিকভাবে এক শিশুসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়া ওই ভবন, ভবনের সামনের রাস্তা ও আশপাশের ভবনে থাকা প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে পনের জনের অবস্থা আশঙ্কাজনক।
ভবনে বিস্ফোরণের ধাক্কায় রাস্তায় থাকা তিনটি বাসও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি বাসের প্রায় শতাধিক যাত্রীরা আহত হয়েছেন।