কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার আয়মন টেক্সটাইল এন্ড হোসিয়ারী লিমিটেড নামে ওই কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এ ঘটনায় ওই কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার বিনয় চন্দ্র দাস ও তার গাড়িচালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে ।
তিতাস গ্যাস বিপণন এবং বিতরণের চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক মামুনুর রশিদ জানিয়েছেন, প্রায় সাড়ে ৩ বছর আগে ওই কারখানার বিল বকেয়া থাকার কারণে সংযোগ বিচ্চিন্ন করা হয়। পরে কারখানা কর্তৃপক্ষ অবৈধভাবে লাইন বাইপাস করে সংযোগ দিয়ে কারখানার কার্যক্রম পরিচালনা করতে থাকে ।
তিনি জানিয়েছেন, বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তিতাস কর্তৃপক্ষ অভিযানে নামে। মঙ্গলবার সংযোগের বিষয়টি নিশ্চিত হয়েছে। পরে বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে বাধা দিলে ওই কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার বিনয় চন্দ্র দাস ও তার গাড়িচালককে আটক করে কালিয়াকৈর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে ।
অবৈধ সংযোগ নিয়ে কারখানা কর্তৃপক্ষ প্রায় সোয়া ৪ কোটি টাকা মূল্যের গ্যাস ব্যবহার করেছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানিয়েছেন।