বুধবার ঢাকায় নিযুক্ত চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান তার ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।
ফেসবুকে দেওয়া বার্তায় হুয়ালং বলেন, ‘সিনোফর্ম থেকে বাংলাদেশে পাঠানোর জন্য ২০ লাখ ডোজ টিকা প্রস্তুত। মহামারীটির নতুন তরঙ্গের বিরুদ্ধে লড়াইয়ে চীন আমাদের বাংলাদেশি বন্ধুদের পাশে দাঁড়িয়েছে।’
এর আগে গত ২৫ মে বাংলাদেশ চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনবে এবং এই টিকার প্রথম চালান জুনে ঢাকায় আসতে পারে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
সে সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন থেকে টিকা কেনার বিষয়ে আলোচনা ইতিবাচক অবস্থায় আছে। এ বিষয়ে চুক্তি প্রায় চূড়ান্ত। খুব শিগগির চুক্তি সম্পন্ন হবে।’