গতকাল সোমবার সকালে বিএনপির এই দুই নেতা একই সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে হানিফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। হানিফ বলেন, বয়স হয়েছে, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। গতকাল আমি এবং কর্নেল (অব.) শাহজাহান সাহেব একই সঙ্গে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে গিয়ে আমাদের পদত্যাগপত্র জমা দিয়ে রিসিভ করিয়ে এনেছি।
পদত্যাগ পত্রে অবসরপ্রাপ্ত শাহজাহান মিয়া বলেন, আমি মো. শাহজাহান মিয়া বিএনপির ২০১৬ সালের কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। আমি ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করি। স্বাস্থ্যগত কারণে আমি গত ২৮ জুন বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ সব পদ থেকে পদত্যাগ করলাম।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এ বিষয়টি আমি এখন পর্যন্ত কিছু জানি না।