সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

মেয়র তাপসকে দুষলেন খোকন
সবুজবাংলা টিভি
প্রকাশ বুধবার, ৩০ জুন, ২০২১
দুর্নীতি দমন কমিশনের আবেদনে আদালত ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দেয়ার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন দুষলেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসকে।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাঈদ খোকন।

তিনি বলেন, মেয়র তাপস নিজের ব্যর্থতা ঢাকতে দুদকের মাধ্যমে তাকে হয়রানি করছেন।

আইনি মোকাবিলার পাশাপাশি প্রয়োজনে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হবে বলে জানান সাঈদ খোকন।

একই সঙ্গে দুদক তদন্ত করলে তার এবং তার পরিবারের কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি।

তাপসকে উদ্দেশ করে সাঈদ খোকন বলেন, কতটুকু ভোটে নির্বাচিত হয়েছেন এই শহরের মানুষ জানে। ঢাকার মরা লাশের ওপর পর্যন্ত ট্যাক্স বসিয়ে দিয়েছেন।

সংবাদ সম্মেলনটি মেয়র তাপস, আদালত নাকি দুদকের বিরুদ্ধে এমন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, এটি শুধুমাত্র সাংবাদিকদের উদ্দেশে তার প্রতিক্রিয়া।

গতকাল সোমবার সাবেক মেয়র সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসহ তার মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের আটটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসহ তার পরিবারের অন্য সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন।

জব্দ হওয়া আট ব্যাংক হিসাবের মধ্যে সাঈদ খোকনের ব্যবসাপ্রতিষ্ঠানের তিনটি হিসাব, তার মায়ের একটি, বোনের দুটি ও স্ত্রীর দুটি রয়েছে।

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে খোকন ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২০ সালের মে পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন।

২০২০ সালের নির্বাচনেও তিনি মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে তার জায়গায় যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির ছেলে শেখ ফজলে নূর তাপসকে প্রার্থী করে আওয়ামী লীগ। তিনিই এখন দক্ষিণের মেয়র।

এই পাতার আরো খবর