সৃজিতই সেরা: তসলিমা নাসরিন সৃজিতই সেরা: তসলিমা নাসরিন – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
রবিবার, ২২ জুন ২০২৫, ১২:১১ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

সৃজিতই সেরা: তসলিমা নাসরিন

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৪৬ পাঠক
সদ্য নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে নতুন সিরিজ ‘রে’। তা মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়া জুড়ে সিরিজ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। বিতর্কও হয়েছে প্রচুর। আর এই বিতর্ক মূলত চলছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত দুই ছবি ‘ফরগেট মি নট’ ও ‘বহুরুপিয়া’ নিয়েই। ফেসবুক, টুইটারে সৃজিতের প্রশংসাও যেমন চলছে, তেমনিই বিতর্কের ঝড়ও।

অনেকেই সত্যজিতের গল্পকে নতুন মোড়কে আনার জন্য পরিচালকদের বাহবা দিচ্ছেন আবার অনেকেই গল্প বদলের জন্য সমালোচনাও করছেন। সৃজিত ছাড়াও এই সিরিজে আরও দুটি ছবি পরিচালনা করেছেন অভিষেক চৌবে এবং ভাসান বালা।

ঠিক এরই মাঝে ‘রে’ সিরিজের প্রশংসায় একেবারে পঞ্চমুখ লেখিকা তসলিমা নাসরিন। সিরিজ দেখে ফেসবুক পোস্টে সৃজিতকে সেরার শিরোপা দিলেন তসলিমা। সৃজিতকে বাহবা দিয়ে তসলিমা লিখলেন, ‘সত্যজিৎ রায়ের গল্পের ওপর ভিত্তি করে চারটে ছোট ছোট ছবি দেখাচ্ছে নেটফ্লিক্স, শুনেছি, কিন্তু সত্যি বলতে কী, দেখার তেমন ইচ্ছে ছিল না , কারণ দেখলে ভালো লাগবে এমন বিশ্বাস ছিল না। আঁতেলদের নিন্দে শুনেই দেখার ইচ্ছে জাগলো। দেখে তো রীতিমত মুগ্ধ আমি।
কয়েক- দশক- পুরোনো গল্পের এমন অবিশ্বাস্য আধুনিকীকরণ করতে সাহস তো দরকারই, কল্পনাশক্তি আর শিল্পবোধও প্রচণ্ড দরকার। ছক ভাঙা সোজা ব্যাপার নয়। তুখোড় শিল্পী হলেই পারেন। সত্যজিৎ রায়কে বয়স্ক আঁতেলদের বুকপকেট থেকে বের করে এনে পুরো ভারতবর্ষের, এমনকী পুরো বিশ্বের নতুন প্রজন্মের হাতে তুলে দিলেন ওরা। অভিষেক চৌবে চমৎকার, ভাসান বালাও ভালো। আর আমাদের সৃজিত মুখার্জি যত ছবি বানিয়েছেন, মনে তো হচ্ছে তার এ দুটো সবার সেরা।’

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD