টাঙ্গাইলে করোনার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে শনিবার সকাল পর্যন্ত জেলায় মোট ১২১ জনের মৃত্যু হয়েছে ৷ এছাড়াও উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে।
নতুন করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২০৯ জন। একদিনের শনাক্তের হার ৩১.২৫%।
চলতি মাসের তিনদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৫০২ জন আর মৃত্যু হয়েছে ১৩ জনের। গত জুন মাসে জেলায় ২ হাজার ৯২৪ জন আক্রান্ত করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৬ জনের।
সিভিল সার্জন অফিস সূত্র জানা গেছে, গতকাল শুক্রবার টাঙ্গাইল এবং ঢাকায় ২৩৭ টি নমুনা পাঠানো হয়। এতে শনিবার নতুন করে ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। করোনায় আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত সুস্থ হয়েছে ৪ হাজার ৭৫৫ জন।
সূত্র আরো জানা গেছে, গত বছরের ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। আর সব চেয়ে কম করোনা রোগী শনাক্ত হয়েছে বাসাইল উপজেলায়।
এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন, গত একমাস ধরে জেলায় করোনার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনায় ইউনিটে প্রতিদিনই ভর্তিকৃত রোগীর সংখ্যা বাড়ছে। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন এবং স্বাস্থ্যবিধি মনে চলতে হবে বলে তিনি জানান।